তেহরান (ইকনা): ইরাকের নগর রিলিফ সদর দফতরের বাহিনী ঘোষণা করেছে যে, ৮ম সেপ্টেম্বর সকালে পবিত্র নগরী কারবালার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ফলে একজন ইরানী মহিলা সহ দুইজন নিহত হয়েছেন এবং হোটেলের আরও 42 জন গেস্টকে উদ্ধার করা হয়েছে।
সংবাদ: 3472422 প্রকাশের তারিখ : 2022/09/07